নিউজ ডেস্ক : প্লাজমা থেরাপি দেয়ার পরও বাঁচানো সম্ভব হয়নি করোনাভাইরাসে আক্রান্ত চন্দন দত্তকে। করোনা ভাইরাসের কাছে পরাজয় বরণ করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চন্দন দত্ত (৬৩)।

শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর আগে, গতকাল শুক্রবার (২৯ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাকে প্লাজমা দেয়া হয়েছিল।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রবিবার (২৪ মে) ৬৩ বছর বয়সী চন্দন দত্ত হাসপাতালের আইসিউতে ভর্তি হয়েছিলেন করোনার উপসর্গ নিয়ে। পরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন। ৬৩ বছর বয়সী রোগী চন্দন দত্ত সকাল ১১টার দিকে আইসিইউতে মারা যান। তাকে গতকাল (শুক্রবার) হাসপাতালে প্লাজমা দেয়া হয়েছিল।

চন্দন দত্ত নগরীর উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

(ওএস/এসপি/মে ৩০, ২০২০)