অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা বাদুরতলা খালের পাড় থেকে হরিনের মাথা সহ তিনটি চামড়া উদ্ধার করেছে কোষ্টগার্ড ।

শনিবার মধ্য রাতে সুন্দরবন সন্নিহিত উপজেলা পাথরঘাটার বিষখালি সংলগ্ন বাদুরতলা এলাকা থেকে পাচারকালে এই মাথ ও চামড়া উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে হরিণের চামড়া ও মাথা পাচার হওয়ার খবরে ওই এলাকায় অভিযান চালাই। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে যায় এবং ২ পাচারকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ব্যাগে ভর্তি ১টি হরিনের মাথা ও ছোট বড় ৩টি চামড়া উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে সুন্দরবনের পেশাদার শিকারীরা এগুলো লবন দিয়ে সংরক্ষণ করে পাচার করছিল।

শনিবার বেলা দশটার দিকে কোস্টগার্ড অফিসে উদ্ধার হওয়া মাথা ও চামড়া স্থানীয় গণমাধ্যম কর্মিদের সম্মুখে প্রদর্শন করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পাথরঘাটা বন বিভাগের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা পলাশ চক্রবর্ত্তি জানান বন্য প্রাণী সংরক্ষণ আইনে চামড়াগুলো সংরক্ষনের চেষ্টা করা হবে আর মাথাটি মাটি চাপা দেয়া হবে।

(এটি/এসপি/মে ৩০, ২০২০)