গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর মার্কেটের কাপড় ব্যাবসায়ী করোনায় মৃত সুদর্শনের পরিবারের আরও ৫ জনসহ নতুন করে ৮ জন  করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, গোবিন্দগঞ্জের কাপড় ব্যবসায়ী সুদর্শন করোনায় আক্রান্ত হয়ে গত ২২মে করোনা ফলাফল আসার পূর্বেই মারা যায়। ঐ ব্যাক্তির সংস্পর্শে আসা তার পরিবারের ১২জন সদস্যের নমুনা সংগ্রহ করে গত ২৩ ও ২৪মে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা কুইক রেসপন্স টিম রংপুর পিসিআর ল্যাবে পাঠায়।

শনিবার ঐ নমুনার ফলাফলে আবারও সুদর্শনের পরিবারের নতুন করে ৫ জন সদস্যের করোনা পজিটিভ আসে। এরা হলেন সুব্রত কুমার(৩৯), সাগর বণিক(২৭), দেবব্রত দেবনাথ(৪৪), সুজলা রানী(৩১)ও মৌসুমী রানী(২৭) । এর আগে সূদর্শনের স্ত্রী সুফলাও করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া ওই দোকানের কর্মচারী উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ গ্রামের নিত্য রঞ্জন(৪০)সহ পৌর এলাকার পুরাতন গোবিন্দগঞ্জের ফারুক আহমেদের স্ত্রী মন্জুরী মোর্শেদ(৪০) ও উপজেলার দরবস্ত ইউনিয়নের আখেরা ফতেপুর গ্রামের রাফি(২৫) করোনায় আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম জানান, কাপড় ব্যাবসায়ীর পরিবারের ৫জন সদস্যসহ গোবিন্দগঞ্জ উপজেলায় শনিবার নতুন করে ৮জন আক্রান্ত হয়েছে এবং এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।

(এসআরডি/এসপি/মে ৩০, ২০২০)