আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে দাড়িয়েছে বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ নদী বন্দর। নৌ-বন্দরের অসহায়, দুঃস্থ কর্মহীন খেটে খাওয়া ১ হাজার শ্রমিক, কুলি, হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রবিবার সকাল ১০টায় নদী বন্দর ভবনের নিচে এক হাজার অসহায় মানুষদের মাঝে বিআইডব্লিউটিএ এর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় প্রত্যেককে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, লবন, তেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

(টিবি/এসপি/মে ৩১, ২০২০)