মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে ৩০ জন শনাক্ত হয়েছেন। এটি জেলায় এপর্যন্ত আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। রবিবার (৩১মে) রাত ১১টার দিকে সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করে জানান, জেলায় নতুন করে আক্রান্তদের নমোনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব মেডিসিনের পিসিআর ল্যাবে পাঠানো হলে পরবর্তীতে নমোনা পরীক্ষা করা হলে একজন চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে ৩০ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে ।         

জানা যায়, নতুন করে আক্রান্ত ৩০ জনের মধ্যে, কমলগঞ্জ ৬ জন,শ্রীমঙ্গলে ১৮ জন, বড়লেখা ২ জন, কুলাউড়ায় ৩ জন ও রাজনগরে ১ জন রয়েছেন । তবে মৌলভীবাজার সদরে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৮ জনে দাঁড়াল ।

(একে/এসপি/জুন ০১, ২০২০)