সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক এলাকার এক স্কুল শিক্ষক মনবতার ঘরের ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে ছুটে চলেছেন, মানবতা ঘরের কারিগড় স্কুল শিক্ষক মোমতাজ উদ্দিন । দেশে করোনা ভাইর্রাসে শুরু থেকে তিনি এলাকার গতদরিদ্র সাধারণ মানুষরে কাছে মানবতার কাড়িগড় হিসাবে পরিচিতি লাভ করেছেন। প্রতিদিন ভ্যান গাড়ী করে খাদ্য সামগ্রী সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে হাজির হন  অসহায় কর্মহীন হতদরিদ্রদের বাড়ীতে। 

এছাড়া এলাকার অসহায় কর্মহীন পরিবারের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের কাছে ও পৌঁছে দেওয়া হচ্ছে এ সব খাদ্য সামগ্রী। গতকাল থেকে টোক এলাকার ২২ টি সরকারী প্রাথমিক বিদ্যলয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে।

এ সময় কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেংগুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজুলী বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা যোদ্ধা মো. আমানত হোসেন খান।

মনবতার ঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক মোমতাজ উদ্দিন বলেন, টোক ইউনিয়নের মোট ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১৫১২ পরিবারবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এ ভাবে সবাই কাজ করলে এ মহামারি আমরা কাটিয়ে উঠতে পারব।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান বলেন, মানবতার কল্যাণে শুরু থেকে কাজ করছে স্কুল শিক্ষক। খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে হতদরিদ্র পরিবারে মাঝে। এ টা খুব ভাল উদ্যোগ এমন ভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান তিনি।

(এসকেডি/এসপি/জুন ০২, ২০২০)