উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মন্ত্রী-সচিবরা ব্যর্থ বলেই গাড়ি ভাড়া বাড়ছে। তা না হলে যখন সারাবিশ্ব জনগণের পাশে সহায়তার হাত নিয়ে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করছে, তখন আমাদের মন্ত্রী-সচিবরা মিলে গণপরিবহন ভাড়া বৃদ্ধির ষড়যন্ত্র করছে; শুধু এখানেই শেষ নয়; জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপী কমলেও বাংলাদেশে কমানোর কোন পদক্ষেপ না নিয়ে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনও জারি করেছে; যা জাতির জন্য মরার উপর খাঁড়ার ঘা হিসেবে পতিত হয়েছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উচিৎ হবে খাদ্য-স্বাস্থ্য-স্বরাষ্ট্র-জ্বালানি-বিদ্যুৎ-পররাষ্ট্র-সমাজকল্যাণ-যোগাযোগ-ত্রাণ-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল মন্ত্রীকে পদচ্যুত করে শক্ত হাতে সকল কিছু পরিচালনা করা। আমজনতা তা না হলে রাজপথে নামতে বাধ্য হবে। যাদের পেটে ভাত নাই, চাকুরী নাই, ব্যবসা বন্ধ তাদের কথা ভেবে হলেও এখন অথর্ব মন্ত্রীগুলোকে বাদ দিয়ে জনগনের কথা ভেবে পদক্ষেপ নেয়া।

মঙ্গলবার (২ মে) বিকেল ৩ টায় ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত ‘গাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে নতুনধারার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার রাজেন্দ্র দেব চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী লিপিকা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ০২, ২০২০)