চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িতে আন্তর্জাতিক মানের সংগ্রহশালা করতে যেন কোনো রাজনীতি না হয়, বিভক্তি তৈরি না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর আহবান জানিয়েছেন মানবাধিকার সংগঠক ও হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি দখলমুক্ত করে সরকারের দখলে নেওয়ার বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে পাবনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়। পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে এই সভার আয়োজন করে।
পরিষদের সভাপতি জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশের সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকি, অ্যাডভোকেট সানোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ হোসেন খান, অ্যাডভোকেট ইমরুল কায়সার, অ্যাডভোকেট মামুন আলী। খোলা আলোচনায় অংশ নেন, সাংবাদিক এবিএম ফজলুর রহমান, আখতারুজ্জামান আখতার, নরেশ মধু, ড. এম আব্দুল আলিম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহের সুলতানা, পাবনা ড্রামা সার্কেলের সরোয়ার উল্লাস, সিনথিয়া প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, পাবনাবাসী যদি সুচিত্রা সেনের বাড়ি উদ্ধারে উদ্যোগ না নিতেন তাহলে এই বাড়ির ইতিহাস ভিন্নখাতে লেখা হতো। আমরা ইতিহাস থেকে ছিটকে পড়তাম। সুচিত্রা সেনের বাড়িতে আন্তর্জাতিকমানের সুচিত্রা সংগ্রহশালা তৈরী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবমুখী মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে।
সভায় সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে তার পৈত্রিক বাড়িটিতে ‘সুচিত্রা ম্যুরাল স্থাপন, হেমসাগর লেনটিকে সুচিত্রা লেন নামকরণ, সুচিত্রার চলচ্চিত্র ও চিত্র প্রদর্শন, সুচিত্রার আসবাবপত্র সংরক্ষণ, একটি ছাত্রী হোস্টেলের নাম সুচিত্রার নামে রাখা, তার জীবনী নিয়ে লেখা বই, পত্রিকা সংরক্ষণ, চলচ্চিত্র প্রশিক্ষণ, সুচিত্রা সেনকে নিয়ে ওয়েব পোর্টাল তৈরী, সুচিত্রা চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রবর্তণসহ বিভিন্ন প্রস্তাবনা রাখা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ জেলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক।
(এসএইচএম/এএস/আগস্ট ১২, ২০১৪)