বাগেরহাট প্রতিনিধি : খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুন্দরবন না থাকলে ঘূর্ণিঝড় আম্ফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সুন্দরবনের উপর মানুষের অত্যাচার বেড়ে চলেছে এবং তা বন্ধ করতে হবে। সুন্দরবন না বাঁচলে প্রাকৃতিক দূর্যোগে আমাদের জীবন দিয়ে অনেক অনেক মূর‌্য দিতে হবে। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বন করে করোনাভাইরাস মোকাবেলা করার জন্য সকলের প্রতি আহ্বাণ জানান। 

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের এ সহায়তা প্রদাণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৬ শত পরিবারের মাঝে নগদ অর্থ ও জীবনরক্ষাকারী বিভিন্ন উপকরণাদি বিতরন করেন খুলনা সিটি মেয়র। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান ও রুপান্তরের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম খোকন।

(এসএকে/এসপি/জুন ০৪, ২০২০)