আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত দুই মাসে জেলায় ৩০২টি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩০২টি মোবাইল কোর্টে ৪৭১ জন ব্যক্তি ও ৬৬১টি প্রতিষ্ঠান থেকে ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১২টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় প্রশাসন সচেষ্ট রয়েছে এবং জনস্বার্থে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/জুন ০৫, ২০২০)