স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ৯০ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার অস্ত্রধারী মাদক কারবারী আলী হোসেনের (৪৫) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে তার বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামরায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় রাজধানীর দারুসসালাম থানায় মাদক আইনে করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে তাকে অস্ত্র আইনে করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখান।

এর আগে বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১১টায় উপ-অধিনায়ক মেজর রকিবুল হাসান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে র্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। এরপর তার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করা হয়।

তাকে আটকের সময় মাদক ছাড়াও ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মাদক পরিহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

(ওএস/এসপি/জুন ০৬, ২০২০)