স্টাফ রিপোর্টার : সম্প্রচার নীতিমালা কোনো আইন নয় এবং নীতিমালার আলোকে কাউকে দণ্ড দেওয়ার ক্ষমতাও তথ্য মন্ত্রণালয়ের নেই। তাই এ নিয়ে আশঙ্কা করার কিছু নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে জাতীয় সম্প্রচার নীতিমালা, সীমাবদ্ধতা ও উত্তোরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইটি ফোরাম ও ঢাকা ট্রিবিউন যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার নীতিমালা একটি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে। এ নীতিমালা নিয়ে যেসব বিতর্কের সৃষ্টি হয়েছে এটি আইনে পরিণত হওয়ার আগে সব বিতর্ক কেটে যাবে।

ইনু বলেন, ভবিষ্যতে খুব কম সময়ের মধ্যে সম্প্রচার কমিশন গঠন করা হবে। ওই কমিশন নীতিমালা নিয়ে কাজ করবে।

(ওএস/এটিআর/আগস্ট ১২, ২০১৪)