ফরিদপুর প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত জোট মানুষ মেরে,জ্বালাও পোড়াও করে ৫ জানুয়ারীর নির্বাচন ঠেকাতে চেয়েছিল। কিন্তু নির্বাচন করেই আওয়ামী লীগ আগামী পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে।শুক্রবার শহরের কানাইখালী বাসস্ট্যান্ডে আওয়ামীলীগ আয়োজিত এক জনসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহম্মদ নাসিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই সরকারের মেয়াদেই পদ্মা সেতু ও তিস্তার পানি আনার ব্যবস্থা হবে। আওয়ামী লীগকে হুমকি ও আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির লাভ হবে না।

তিনি বলেন ,বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান স্বাধীনতার ইতিহাস বিকৃতি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন সন্ত্রাস করে নয়,কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খানের সভাপতিত্বে মোহম্মদ নাসিম আরো বলেন, অচিরেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালের আড়াইশ শয্যার উন্নীতকরণের কাজ শুরু হবে। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজশাহীর সাবেক সিটি মেয়র কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান লিটন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার,তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর- ২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, এসএম ফিরোজ, এহিয়া চৌধুরী, রত্না আহমেদ, সফিউল আযম স্বপন, আঞ্জুমান আরা পপি, মোস্তারুল ইসলাম আলম প্রমুখ।

সভায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও এনএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফেরদৌস-উর রহমান মুক্তা সহ বিএনপি ও জাতীয় পার্টি থেকে সহস্রাধিক নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

(এমআর/জেএ/এপ্রিল ১৯, ২০১৪)