প্রবাস ডেস্ক : বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি পদে শাহিন খলিল কাউছার ও সাধারণ সম্পাদক পদে কমরেড খোন্দকার নির্বাচিত হয়েছেন। 

গত শনিবার রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রথম কাউন্সিলের প্রথম অধিবেশনে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং আল আমিনের পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে শা‌হিন খলিল কাউছারকে সভাপতি এবং কমরেড খোন্দকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এসময় করোনা পরিস্থিতিতে রোমের বাইরে বসবাসরত সদস্যরা উপস্থিত থাকতে না পারায় জুমের মাধ্যমে তাদেরকে কাউন্সিলে সংযোগ করা হয়। নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক জানান অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং অভিষেকের মধ্য দিয়ে তারা তাদের দায়িত্ব বুঝে নিবেন।

শাহিন খলিল কাউছার লন্ডন টাইমস্ নিউজের পরিচালক ও গাজী টিভি’র ইতালি প্রতিনিধি। আর কমরেড খোন্দকার দৈনিক ঢাকা টাইমসের ইউরোপ ব্যুরো প্রধান।

শাহিন খলিল কাউছার সভাপতি ও কমরেড খন্দকার সাধারণ সম্পাদক নিবাচিত হওয়ায় আমেরিকায় বসবাসরত সাংবাদিকদের পক্ষ থেকে অভিবাদন জানিয়েছেন শিশু সাহিত্যিক হাসানুর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি এবিএম সালেহ ঊদ্দিন, সংবাদিক মো.নাসির ,সাংবাদিক হেলাল মাহমুদ,সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া, সহ আরো অনেকে।

(বিপি/এসপি/জুন ০৭, ২০২০)