ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : চাল সংগ্রহের তালিকা তৈরীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ৪০-৪৫টি মিলের বরাদ্দ বাতিল করে অবশেষে সোমবার ঈশ্বরদীর দু’টি সরকারি খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।

সভাপতিত্ব করেন সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।

অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল ইসলাম, ঈশ্বরদী গুগামের সংগ্রহ ও চলাচল কর্মকর্তা তারিকুল ইসলাম, মুলাডুলির ম্যানেজার ওমর ফারুক, চাউল কল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান মালিথা, সাধারণ স¤পাদক জুলমত হায়দার, প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, মিল মালিক রতন মহলদার প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় নূরুজ্জামান বিশ্বাস বলেন, বোরো মৌসুমে চাল সংগ্রহে কোন রকম অসাধুতা, ঘুষ, দুর্নীতি এবং মধ্যস্বত্তভোগী বরদাশত করা হবে না।

ঈশ্বরদী খাদ্যগুদাম ও মুলাডুলি কেন্দ্রীয় গুদামে মোট ১৫ হাজার ১৬২ টন চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহের জন্য ৪২৫টি মিলের তালিকা তৈরীতে ইতোপূর্বে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক ঈশ্বরদীর দু’টি গুদামে চাল সংগ্রহ এতেদিন স্থগিত রেখেছিলেন।

এব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী জানান, তালিকায় অনিয়মের বিষয়ে ইতোমধ্যেই তিনটি কমিটি তদন্ত করেছে। তদন্তে ৪০-৪৫ টি মিলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই এই মিলগুলোর বিপরীতে বিভাজিত বরাদ্দ বাতিল করে অন্যান্যদের চাল সরবরাহের অনুমতি দেয়া হযেছে।

(এসকেকে/এসপি/জুন ০৮, ২০২০)