তপু ঘোষাল (সাভার) : রাজধানীর সন্নিকটে সাভারে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ৯৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। সাভারে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০৯ জনে।

আজ সকালে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, করোনাভাইরাস শনাক্তের জন্য গেল ৭ জুন ৯৪ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো।

নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২৬৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সাভার উপজেলায় মোট ৬০৯ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০ জন।

হোম আইসোলেশনে আছেন ২৫০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন সাতজন। অবশিষ্টরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(টিজি/এসপি/জুন ১০, ২০২০)