নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হকের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে  উপজেলা মানবাধিকার কমিশন এ মানববন্ধনের আয়োজন করে। 

বুধবার (১০ জুন) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

উপজেলার কলিয়া গ্রামের নারী নির্যাতনকারী বিশু মিয়া বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হকের বিরুদ্ধে সম্প্রতি হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন। একই সাথে কয়েকেটি নিউজ পোর্টালে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রভাবিত করে মিথ্যা সংবাদ প্রচার করে।

মানববন্ধনে সংবাদ প্রচারকারী সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি হারন অর রশিদ, খোরশেদুন্নাহার ভূইয়া, মো.খালিদ হোসেন ও সাধারন সম্পাদক মো.শহীদুল ইসলাম প্রমূখ। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও হলুদ সাংবাদিকের বিচার দাবী করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি আহসানুল কবীর মুকুল, আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান কবীর, আইন সম্পাদক শাহাদত হোসেন, অর্থ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সদস্য আবুল কালাম, মো.মানিক মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

(আরএস/এসপি/জুন ১০, ২০২০)