ইবি প্রতিনিধি : বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ। মানববন্ধন শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খানের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ড. আফজাল হোসেন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. আ ন ম রেজাউল করিম, সাধারণ সম্পাদক ড. হারুন-উর-রশিদ আসকারী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. মাহবুবুর রহমান, শাপলা ফোরামের সভাপতি ড. মাহবুবুল আরেফিন, সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন, আইন বিভাগের সভাপতি ড. শাহজাহান মন্ডল, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবু জার গিফারী গাফফার, সজিবুল ইসলাম সজিব, আহমেদ মাহফুজ সাজন, সাইফুল ইসলাম ও জে আর হালিম প্রমুখ।
মানববন্ধন শেষে বেলা ১২টার দিকে আহ্বায়ক শামীম হোসেন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ছাত্রলীগের দলীয় টেন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারী পলাতক খুনীদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের কাছে স্মারকলিপি পেশ করে ছাত্রলীগ। বেলা সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে তারা।

(ওএস/এটিআর/অাগস্ট ১২, ২০১৪)