নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় প্রস্তাবিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার এই কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বু গং , উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুর রউফ, নবনির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড রশিদুন্নবী বেফিন,লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইছাহাক আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা প্রকৌশলী মোজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী মোজাহার আলী জানান, ২ কোটি ৭৪ টাকা ব্যয় বরাদ্দে এলজিইডি তিন তালা বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন বাস্তবায়ন করছে। আগামী বছরের মধ্যে এই কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে।
(এমআর/এএস/আগস্ট ১২, ২০১৪)