জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে নিখোঁজের একদিন পর রিপন মিয়া (৩৮) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের উরমা ব্রিজ সংলগ্ন একটি গাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিপন মিয়া খাশিমারা গ্রামের ফুলু মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৩২) জানান, বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে তার স্বামী রিপন মিয়া বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন শুক্রবার সকালে খাশিমারা গ্রামের উরমা ব্রিজ সংলগ্ন আলতাফুরের বাড়ির পাশের একটি গাছের সাথে তাকে গলায় গরুর দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলতে দেখে স্থানীয়রা।

পরে খবর পেয়ে মাহমুদপুর তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

মাহমুদপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রিপন দীর্ঘদিন ধরে পেটব্যথা ও মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে স্ত্রীর সাথে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

শারীরিক অসুস্থতা ও পারিবারিক অশান্তির জন্য তিনি আত্মহত্যা করতে পারেন বলেও তিনি জানান।

(আরআর/এসপি/জুন ১২, ২০২০)