মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় বেড়ে চলেছে প্রাণঘাতী করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ জেলায় কর্মরত ২ জন পুলিশ সদস্য ও স্বাকর্মীসহ ১৩ জনের শরীরে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।  

শনিবার (১৩ জুন) বিকালের দিকে এ তথ্য নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তাউহীদ আহমেদ জানান, নতুন করে আক্রান্তদের শরীরের নমোনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠানো হলে নমোনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

তিনি জানান, বর্তমানে ঢাকার ল্যাবে মৌলভীবাজার থেকে পাঠানো অন্তত ৬০০ উপরে নমোনা পরীক্ষার জন্য অপেক্ষমান রয়েছে।

এদিকে মৌলভীবাজার জেলায় নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের ৩ জন, রাজনগরে ২জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ২জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গল উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯১ জনে দাঁড়ালো।

(একে/এসপি/জুন ১৩, ২০২০)