আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ৭৫’র ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নিহত শহীদ সুকান্ত আবদুল্লাহর মা, ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী, শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা, সাহান আরা আবদুল্লাহ’র আত্মার শান্তি কামনায় বরিশালের আগৈলঝাড়ায় স্মরণ সভা ও বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা সনাতন ধর্মীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা সদরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গনে ১ মিনিট নিরবতা পালন ও স্মরন সভা শেষে সাহান আরা আবদুল্লাহ’র আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি তারক চন্দ্র দে, নিত্যানন্দ মজুমদার, সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, যগ্ম- সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ডা. অমূল্য রতন বাড়ৈ, আইন বিষয়ক সম্পাদক উজ্জল লাহেরী, বিষ্ণু মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফুল¬ চন্দ্র সরকার প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক নিখিল চন্দ্র সমদ্দার, মহিলা বিষয়ক সম্পাদক আভা মুখার্জী, যগ্ম- সাধারণ সম্পাদক সুশান্ত মজুমদার, সদস্য আশীষ তপাদার, কাজল দাশগুপ্ত, বিষ্ণু মন্দির কমিটির সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র তপাদারসহ আগৈলঝাড়া পূজা উদযাপন পরিষদ ও বিষ্ণু মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ ৭২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৭জুন দিবাগত রাত সাড়ে এগারোটায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরনে করেছেন।

(টিবি/এসপি/জুন ১৪, ২০২০)