ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন একাই পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রবিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন শুরু হয়।

বাজেটবিহীন সিনেট অধিবেশনকে গুরুত্বহীন উল্লেখ করে ইতোমধ্যে সিনেট অধিবেশন বয়কট করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-উপাচার্য। একই কারণে উপস্থিত হননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও।

এছাড়া বাজেট উপস্থাপন করা হবে না এজন্য সভায় উপস্থিত হননি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন। এ কারণে একাই বার্ষিক সিনেট অধিবেশন পরিচালনা করেন ঢাবি উপাচার্য। সিনেট অধিবেশন শুরু হওয়ার ১ ঘণ্টা পার হলেও তারা উপস্থিত হননি।

সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রি-কন্ডিশনের কারণে দুই প্রো-উপাচার্য আসেননি। যার জন্য আমাদের তাদের ছাড়াই এই সভা চালিয়ে যেতে হচ্ছে।

(ওএস/এসপি/জুন ১৪, ২০২০)