ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরের প্রাণকেন্দ্র কালিয়াকৈর কলেজ রোড। এই রোডে প্রতিনিয়তই বেধে যায় বড় সর যানজট। এই রোডের দু পাশেই গড়ে উঠেছে কয়েকটি বানিজ্যিক ব্যাংক, ক্লিনিক সহ অসংখ্য ব্যাবসায়ীক প্রতিষ্ঠান।

সম্প্রতি কালিয়াকৈরে টু ধামরাই রোডের কাজ নতুন করে হওয়ার পর প্রসস্ত হয়েছে এই রাস্তাটি। দু পাশের ফুটপাতে মটর সাইকেল পার্কিং ও ছোটখাটো ভ্রাম্যমাণ দোকান বসার কারনে যানযট লেগেই থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি ব্যাংক ও ক্নিলিনিকের নিজস্ব কোন পার্কিং করার জায়গা নেই ও ভ্রাম্যমান দোকান পাটের সংখ্যাও অনেক। এ ব্যাপারে ভবন মালিক তথা সংশ্লিষ্ট সকলেই উদাসীন মনোভাব পোষণ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন কে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ।

(আইএস/এসপি/জুন ১৫, ২০২০)