নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক শাহজাহান সাজুকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে ও মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে  বৃহস্পতিবার লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোহাগড়া থানার ওসির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়।

শাহজাহান সাজু দৈনিক মানবজমিন ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ।

উপজেলা পরিষদের সামনে লোহাগড়া-নড়াইল সড়কে ঘন্টাব্যপি মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন ভুঁইয়া, আ’লীগ নেতা ইদ্রিস শেখ, শেখ কামরুল ইসলাম, শেখ জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা সাজুকে হত্যা মামলার আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৈনিক মানবজমিন ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় সংবাদ ছাপা হওয়ায় ওই ইউপি চেয়ারম্যান সাংবাদিক সাজুর ওপর ক্ষুব্ধ ছিল। এ কারণে চেয়ারম্যান সমর্থিত চালিঘাট গ্রামের শেখ রফিকুল হত্যা মামলার বাদীকে ম্যানেজ করে সাজুর নামে হয়রানি ও ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

(আরএম/এসপি/জুন ১৮, ২০২০)