ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে শুক্রবার আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ আসমা খান নিশ্চিত করেছেন। 

এরা হলেন- পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে মিজানুর রহমান মিঠুন (৪৫) পাকশী ইউনিয়নের বাঘইল শহীদ পাড়ার মোনছের আলীর ছেলে মোমিন (২৮)।

পাবনা সদর থেকে এরা নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। এরা দুজনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজের জন্য নমুনা সরবরাহ করেছেল।

অপরদিকে সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়ীয়ার বাজার এলাকার মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছেলে নূরুজ্জামান টমি (৩৫) উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তিনি নমুনা প্রদান করলে রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে উল্লেখিত ৩ জনের বাড়ি এবং পরিষদের একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিস লকডাউন ঘোষণা করা হয়েছে।

(এসকেকে/এসপি/জুন ১৯, ২০২০)