স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনকে দল থেকে বহিষ্কারের খবর সঠিক নয়, বলে জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরী। তিনি বলেন, এসব বিভ্রান্তিকর সংবাদ সাংবাদিকের কাছে কাম্য নয়।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জেলা মুখপাত্র আজিজুল ইমাম চৌধুরী আজ শনিবার দুপুরে মুঠোফোনে এক স্বাক্ষাতকারে এ প্রতিবেদক শাহ আলম শাহী কে জানান, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও রাষ্ট্রীয় প্রমাণ ছাড়া দল থেকে বহিষ্কার সম্ভব নয়। অভিযুক্ত ব্যক্তিকে আগে কারণ দর্শানো নোটিশ দিয়ে যথাযথ উত্তর পাওয়া না গেলে দল তাকে বহিষ্কার করতে পারে। আমরা এখনোএধরণের কোন নোটিশ প্রদান করেনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনকে। বহিষ্কারের সেক্ষত্রে বহিষ্কারের প্রশ্নই আসেনা।

এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর। তবে, যেহেতু দিনাজপুর জেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের নেতা আবু ইবনে রজ্জবকে কেন্দ্রীয় ভাবে দল থেকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে এবং সিআইডি তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে, তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। দুষ্টের দমন এবং সৃষ্টের পাললের জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি প্রশাসনকে। দিনাজপৃর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির গত ১৮ তারিখের সভায় সর্বসম্মত ভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেহেতু, সংঠনের শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গূহ এবং সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ইতোমধ্যেই আবু ইবনে রজ্জবকে দিনাজপুর জেলা শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে পত্র প্রেরন করেছেন।দি

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সেই দিনের জরুরী সভায় দলের শৃংখলা রক্ষা, কোভিট ১৯ মোকাবেলায় নিরলস পরিশ্রম এবং সর্বত্র সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করনে উপযুক্ত পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদানে অবদানের জন্য জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহনের জন্য দিনাজপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, দক্ষ পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়। বৈশ্বিক সমস্যা করোনা মোকাবিলায় সকলকে নিজ নিজ যায়গায় সচেতন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে সকলের সুখ সমৃদ্ধি কামনা করে সভার কাজ সমাপ্ত করা হয়।

এ সভায় সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম চৌধুরী।

জরুরী সভায় জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বলেও এ প্রতিবেদক শাহ আলম শাহীকে নিশ্চিত করেন, এই বর্ষীয়ান রাজনীতিবিদ মো আজিজুল ইমাম চৌধুরী।

তবে, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনকে বহিষ্কারের কোন সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

(এস/এসপি/জুন ২০, ২০২০)