আলাউদ্দিন হোসেন

বাবা মানে মাথার উপর
বট বৃক্ষের ছায়া
সন্তানের সুখ কুড়াতে
খেটে খাওয়া কায়া।

বাবা মানে আপন আলয়
রোদ বৃষ্টির ছাতি
স্বার্থছাড়া অন্ধকারে
জ্বালিয়ে দেওয়া বাতি।

বাবা মানে আদর সোহাগ
যত্ন করা মায়া
সর্বসুখে খেটে খাওয়া
পরিশ্রমী কায়া।