নড়াইল প্রতিনিধি : লোহাগড়া উপজেলা সদরে  সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার কর্মকর্তাসহ ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর   রোববার থেকে সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ । ফলে ব্যাংকে আসা শত শত গ্রাহক লেনদেন না করতে পেরে ভোগান্তিতে পড়েন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনোম সেন্টারে ৩৩ জনের নমুনা টেষ্টের জন্য পাঠানো হয়। এর মধ্যে রোববার ১৯ জনের রিপোর্ট আসে তার মধ্যে ৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ২ জন, লোহাগড়া বাজার এলাকার ২ জন এবং কোলা গ্রামের ৪ জন।

ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান,ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ার ফলে উপজেলা প্রশাসনের নির্দেশনায় প্রাথমিকভাবে দুই দিন ব্যাংক বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার থেকে ট্রেজারী কার্যক্রম সীমিত পরিসরে চলবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানিয়েছেন।

(আরএম/এসপি/জুন ২১, ২০২০)