শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ নুরুল ইসলামের অসদাচার, স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী। 

সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী এই মাববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরমিলা আকতার ঝুমি, সিনিয়র মেডিকেল অফিসার স. ম. বায়েজিদ উল ইসলাম, ডা. রুহুল কুদ্দুস ডলার, ডা. পপি ভৌমিক, ডা. ফারুক হোসেন, ডা. ইবনে ডালিম, ডা. নাঈম, ডা. ফারজানা, ডা. মাহমুদুল হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মতিউর রহমান, মো. আসাদ মন্ডল, সোহাগ হোসেন, এইচআর আমজাদ হোসেন, মোজাম্মেল হক, সেলিম হোসেনসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।

সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. নুরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমানের সাথে চরম দুর্ববহার করাসহ তাকে মারার জন্য উদ্যত হন। এছাড়া বিভিন্ন বিল তৈরি ও কর্মকর্তা-কর্মচারীদের ভাতাদি প্রদানকালে টাকা আদায় করেন। তার দ্বারা নানাভাবে হেনস্থা হন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ব্যাপারে পাবনার সিভিল সার্জনের কাছে প্রতিকার চেয়ে কোন সমাধান পাননি কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধন ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে দুর্ব্যবহারের বিষয়ে জানতে চাইলে পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বলেন, মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। আপনার কাছেই শুনলাম। আমি খোঁজ নিয়ে পরে জানাবো। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে প্রধান সহকারীর ঝামেলার বিষয়টি ওভার মোবাইলে বলা যাবে না। আমার অফিসে আসতে হবে।’

(এস/এসপি/জুন ২২, ২০২০)