স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যারা ১৫ আগস্ট জন্মদিন পালন করে তাদের প্রতি আমি ধিক্কার জানাই।

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনের সড়কে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্ধোধন পূর্ব এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৩ দিনের ওই চিত্র প্রদর্শনীর আয়োজন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তোফায়েল বলেন, যারা বঙ্গবন্ধুর মৃত্যু দিনে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করে আসলে তারা ওই দিন ফূর্তি করে, আনন্দ করে। যারা সত্যিকারের মানুষ, যাদের মানবিকতা রয়েছে, তারা তো সেই দিন জন্মদিন হলেও পালন করতে পারে না। তাই তাদের প্রতি আমি ধিক্কার জানাই।

তিনি আরও বলেন, যারা ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করেন তারা বাংলার স্বাধীনতা ও সমৃদ্ধিতে বিশ্বাস করে না।

আওয়ামী লীগের নেতা বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা না করতে পারলেও একাত্তরের পরাজিত শক্তি দেশী ও বিদেশী চক্র ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুতে হত্যা করেছিল। খুনীরা চেয়েছিল এ দেশে বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় না আসে তাই তারা হাওয়া ভবন তৈরি করে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া উপলদ্ধি করেছেন যে আন্দোলনের অস্ত্র তিনি নিজেই ভোতা করে ফেলেছেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে ওই সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্জলন করে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তোফায়েল আহমেদ।

(ওএস/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)