চট্টগ্রাম প্রতিনিধি : গত বছরের তুলনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুই-ই বেড়েছে। পাসের হার ৭০ দশমিক শূন্য ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬৪৬ জন।

গতবার পাসের হার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ২৭২ জন।

বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত।

বোর্ড সূত্র জানায়, এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৯ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম জেলার পাসের হার ৬৩ দশমিক ৯০ শতাংশ। চট্টগ্রাম মহানগরসহ জেলায় পাসের হার ৭১ দশমিক ১৭ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে শীর্ষে রয়েছে ফৌজদার হাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি কমার্স কলেজ।

চট্টগ্রাম বোর্ডে অন্তর্ভুক্ত ২০৫টি কলেজের ৭৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৭৭ হাজার ৫২৬ জন। ৪৪ জনকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত বলেন,‘গতবারের তুলনায় পাসের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এজন্য আমরা সন্তুষ্ট। মহানগরেও পাশের হার বেড়েছে। তবে মফস্বলে পাশের হার কিছুটা কম। মফস্বলে পাশের হার বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সামনেও নেওয়া হবে।’

(ওএস/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)