বদ্যি মশাই

বদ্যি মশাই সর্দি জ্বরে , ভুগছে নাকি কয়েক দিন ?
সবাই বলে, "বদ্যি বাবু এট্টু খানি পথ্যি নিন !"
বদ্যি বলে- কেমন হবে ? যদি আমি শুয়ে রই ?
এখনো তো খেতে পারি, কেজি দশেক চিড়ে দই !
বদ্যি বাবু’র ভুড়ি খানা, ঠিক যেনো ওই আকাশ ছোঁয় ?
ভুড়ির উপর উঠতে গেলে, লাগবে একটা মস্ত মই !
সিংহ যেনো গর্জে ওঠে! ঘুমের ঘোরে ডাকে নাক!
শক্তি আছে হাতির মতোই, ওসব কথা আজকে থাক।
গরম তেলে ফোড়ন দিলে লাফায় যেনো তাধেই ধেই !
রাগের চোটে বদ্যি বাবুর মুখে ফোটে খিস্তি খেই ।
মস্ত একটা টিক্কি আছে, নেইতো তাহার মাথায় চুল
হাঁটার তালে টিক্কি দোলে দুলে চলে দ্যোদুল দুল!
ভুতের ভয়ে বদ্যি বাবু রাতের বেলা হয়না বের!
ভূত যদি না থাকবে তবে ধরলে মজা বুঝবে ঢের !
বয়স কতো হবে বাবুর ? ঠিক নেই তার মনে ।
শুনলে পরে মাটির চাঁড়া বসে-বসে গোনে !