নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে কম পক্ষে ৫জন আহত হয়েছে। স্থানীয়রা অ্যাম্বুলেন্স এর মধ্য থেকে লাশ উদ্ধার সহ অ্যাম্বুলেন্সের চালক, হেলপার ও লাশের আত্মীয়-স্বজনদের উদ্ধার করে এবং আহত ২জনকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩ জনকে দয়রামপুর প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। 

আজ বুধবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অ্যাম্বুলেন্স এর চালক সোহাগ জানায়, ভোর ৫টায় রাজশাহী থেকে লাশ নিয়ে বাগাতিপাড়া কলাবাড়িয়া এলাকায় আসছিলেন। পথিমধ্যে সান্যাল পাড়া গ্রামে এসে রাস্তা নষ্ট থাকার কারণে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

লাশের সঙ্গে থাকা আত্মীয় আব্দুল হান্নানের জানায়, রাস্তার পাশে বড় পুকুর এবং পুকুরের পাশের রাস্তা ভাঙ্গা ও খানা থন্দে ভরা। অ্যাম্বুলেন্সের একটি চাকা খানাখন্দে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি পুকুরে পড়ে যায়।

(এডিকে/এসপি/জুন ২৪, ২০২০)