সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : স্বাস্থ্য বিধি মেনে নতুন কোন করারোপ ছাড়াই কেন্দুয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ১১ কোটি ৬১ লাখ ১০ হাজার ৯৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

বুধবার সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন, পৌর সচিব দেবাশীষ দাস। এতে সবাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা। বাজেটে রাজস্ব ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪৭৩ টাকা এবং উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৯ কোটি ৯৪ লাভ ৬৬ হাজার ৫০০ টাকা। এতে মোট ব্যায় ধরা হয়েছে ১১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯০৬ টাকা।

পৌর সচিব জানান, এর রাজস্ব ব্যায় ১ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৪০৬ এবং উন্নয়ন ব্যয় ৯ কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। বাজের উদ্বৃত ৭৭ হাজার ৭৬ টাকা। মেয়র মোঃ আসাদুল হক ভূঞা বলেন, কভিড-১৯ করোনা ভাইরাসের কারণে পৌরসভার সহকারি প্রকৌশলী সহ অপর এক কর্মচারী আক্রান্ত হয়েছে। যে কারণে উন্নয়ন কাজের গতি বাধাগ্রস্থ হচ্ছে।

তিনি বলেন, করোনা নির্মূল হলে আমরা নতুন উদ্যমে নতুন ভাবে অনেক বেশি কাজ করব। এজন্য চাই সাংবাদিক সহ সকল মহলের আন্তরিক সহযোগিতা। বাজেট অধিবেশনে পৌরসভার কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(এসবি/এসপি/জুন ২৪, ২০২০)