জামালপুর প্রতিনিধি : 'নদী রক্ষা ও নদী শাসনে সব ধরনের প্রস্তুতি নিয়েই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। ভাঙন কবলিত এলাকায় ফসলি জমিসহ বসতবাড়ি রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসহায় ও আশ্রয়হীন মানুষদের সার্বিক নিরাপত্তা যেমন দিচ্ছে তেমনই যমুনা নদীভাঙা সব মানুষকে পুনর্বাসন করা হবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি এসব কথা বলেছেন।

বুধবার (২৪ জুন) দুপুরে তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল নদীভাঙন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

মির্জা আজম এমপি স্থানীয় লোকদের উদ্দেশ্যে বলেন, ‘ইতোপূর্বে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল থেকে হাটমাগুড়া পর্যন্ত যমুনা নদী বাঁধ নির্মাণের জন্য প্রায় ছয়শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শীঘ্রই এই
কাজ শুরু হবে।’

এরপর বিকালে তিনি জামথল যমুনা নদী ঘাট পরির্দশন করেন। এসময় জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, উপ-সহকারী প্রকৌশলী তৈমুর আলম, উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, চর পাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/জুন ২৪, ২০২০)