স্টাফ রিপোর্টার : উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এটি উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

‘সাসটেইননেবল ডেভলপমেন্ট সামিট’ শীর্ষক চারদিন ব্যাপী এ সম্মেলন আগামী ১৬ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৯ আগস্ট পর্যন্ত। সম্মেলনটি আয়োজন করছে জাতীয় ও আন্তর্জাতিক স্বায়ত্তশাসিত এবং বেসরকারি উন্নয়ন সংস্থা।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের(পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সরোজ দাস, ইসলামিক রিলিফ (আইআর) বাংলাদেশের মনিরুল ইসলাম। উন্নয়নশীল দেশগুলোর জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০১৫ সালের পরবর্তী উন্নয়ন এজেন্ডা নির্দিষ্টকরণই এ সম্মেলন মূল্য উদ্দেশ্য।

এটি একটি উন্মুক্ত ও সামষ্টিক ফোরাম, যার মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলার মাধ্যমে সবার জন্য টেকসই ভবিষ্যত নির্মাণ এবং একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো পর্যবেক্ষণ করা।

এ ফোরাম বাংলাদেশের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং একই সঙ্গে সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলগুলো অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করা।

সামিটের থিম মিশন ফর ১০০ বছরের মূল উদ্দেশ্য- মানবকেন্দ্রিক ও মনুষ্যবান্ধব উদ্যোগের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের জন্য টেকসই এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা। গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেবলপমেন্টের উদ্যোগে এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোস্যাল ডেভলপমেন্ট এ সম্মেলনের আয়োজন করছে। এতে অনেকগুলো প্রতিষ্ঠান সহযোগিতা করছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা। এছাড়া ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন ও ক্যানভাস ম্যাগাজিন এই সামিটের সংবাদ প্রচার ও প্রকাশ করবে।

(ওএস/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)