ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পিলেট খাদ্য তৈরির মেশিন হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এনএটিপি-২ প্রকল্পের আওতায় এআইএফ-২এর অনুদানপ্রাপ্ত ঈশ্বরগঞ্জ সি আই জি মৎস্য সমিতির সদস্যদের মাঝে ৪টি মেশিন হস্তান্তর করা হয়। এ মেশিন থেকে উপজেলার চরজিতর, বৃপাঁচাশি, সঞ্চাপুর ও দত্তগ্রাম সিআইজি সমিতির ৮০ জন মৎস্য চাষী দৈনিক ৫’শ থেকে ৬’শ কেজি খাদ্য উৎপাদন করে মৎস্য চাষে সুফল ভোগ করবেন।

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল ও সি আই জি সমিতির নেতৃবৃন্দ।

(এন/এসপি/জুন ২৫, ২০২০)