দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পাশের হার ৭৪ দশমিক ১৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৪ জন।

রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ড হতে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৯৭ হাজার ৩৩ জন। এর মধ্যে পাশ করেছে ৭১ হাজার ৯৪০ জন।
পাশের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এবার ভালো করেছে। ছাত্রীদের পাশের হার ৭৫ দশমিক ৭৪ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৭২ দশমিক ৬৩ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার প্রথম স্থান অধিকার করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থানে রংপুর ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছে দিনাজপুরের হলিল্যান্ড কলেজ।
মোট ৫৪১ টি কলেজের মধ্যে এই বোর্ড থেকে এবার শতভাগ পাশ করেছে ১৭টি কলেজ থেকে আর ৭টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে। গতবছর পাশের হার ছিলো ৭১ দশমিক ৯৪ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও গতবারের তুলনায় এবার বেড়েছে। গতবছর জিপিএ-৫ পেয়েছিলো ৩ হাজার ৪৩৩ জন, আর এবার পেয়েছে ৪ হাজার ৪৭৪ জন।
(এটি/এএস/আগস্ট ১৩, ২০১৪)