স্টাফ রিপোর্টার : মানবপাচার মামলায় কুয়েতের কারাগারে বন্দি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপলু ওরফে কাজী পাপলুকে অবিলম্বে জাতীয় সংসদ থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ সামাদ। তার বিরুদ্ধে দুর্নীতি ও মানবপাচারের অভিযোগের তদন্ত শুরু করে বিচারের মুখোমুখি করারও দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

কমরেড ডা. এম. এ সামাদ বলেন, 'বাংলাদেশের এক সংসদ সদস্য মানবপাচারে জড়িত থাকায় এখন কুয়েতে জেলখানায় বন্দি। এতে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা বাংলাদেশের নাগরিকরা লজ্জিত।'

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, “অবিলম্বে এমপি কাজী শহীদ ইসলাম পাপলুকে মহান জাতীয় সংসদ থেকে বহিষ্কার করে বিচারের আওতায় আনুন। তার অবৈধভাবে অর্জিত দেশে-বিদেশের সব সম্পদ বাজেয়াপ্ত করুন।'

তিনি বলেন, 'পাপলু ছাড়া আরও যেসব সংসদ সদস্য অনৈতিক কাজে জড়িত, আমরা মহান জাতীয় সংসদের পবিত্রতা রক্ষার্থে সবার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।'

(ওএস/এসপি/জুন ২৭, ২০২০)