বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় আম্ফান বেড়ীবাঁধ ভেঙ্গে ও অতিবর্ষনে পানিবন্দী হয়ে পড়া ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা পেয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে বরাদ্দকৃত ১০ মেট্রিকটন চাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের পক্ষথেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২০কেজি করে চাল প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, ঘূর্ণিঝড় আম্ফান ও অতিবর্ষনে উপজেলা সদরের রায়েন্দা সরকারি খাদ্যগুদাম এলাকায় বসবাসকারী ৫০০পরিবার পানিবন্দী হয়ে পড়ে। রায়েন্দা শহর রক্ষা বাঁধ নির্মানের কারণে পয়োনিষ্কাশনের ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় এলাকাটিতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। প্রায় একমাস ধরে পানিবন্দী অবস্থায় থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখিন হয় ওই এলাকার নিম্ন আয়ের পরিবারগুলো। এক সপ্তাহ আগে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হলেও সাভাবিক অবস্থায় ফিরতে পারেনি খেটে খাওয়া মানুষেরা। তাই ওই পরিবারগুলোর সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে বরাদ্দকৃত ১০টন চাল দিয়েছে জেলা প্রশাসন।

(এসএকে/এসপি/জুন ২৭, ২০২০)