আগমনী চক্রবর্তী

নাম শুনেছি "খোকা", টুঙ্গিপাড়ায় জন্ম তোমার
শেখ মুজিবুর রহমান -
বাঙালি জাতিকে শোনালে এসে
বিজয়ের জয়গান।
হিমালয় দেখেছি, সিন্ধু দেখেছি,
দেখেছি অসীম আকাশ -
তোমার হৃদয়ের গভীরতা যতই দেখেছি
ততই পেয়েছি আশ্বাস।
শিশু খোকা কলকোলাহলে কখন যে গেছ কিশলয়ে -
সেখানেও তোমাকে ডাক দিয়েছে আবেগী বন্ধুর দলে,
সাড়া দিয়েছ তুমি অসহায়, পথহারা পথিকের কান্ডারী হয়ে .....
কিশলয় তোমার কেটেছে এমনই কৌতূহলের ছলে।
যৌবন নিশান দিয়েছে তোমাকে
রণতরীর জয়ভেরী করে,
তুমি সফল নাবিক, যুদ্ধ জাহাজ চালিয়েছ
ঢেউয়ের অগ্রতালে।।
জীবন যুদ্ধে সফল হয়েছ রণতরী নিয়ে
নও তুমি পরাজিত ,
পরাজিত ওরা -
যারা সেই পাপাশ্রয়ী পঙ্কিলদলে।।
স্বাধীনতার সোনালী স্বপ্ন বুনেছ কী বাঁধনে !
তোমার নকশায় খোদাই করা বাংলা ধন্য ওরে....
বিশ্বনেতাদের কাতারে বঙ্গবন্ধু, তুমি মহাবলীয়ান
তোমার কণ্ঠ শুধু কবিতা নয়,
যেন কাব্যসুধার দান ।
যতই শুনি, ততই আকুতি
ফিরিয়ে দাও সে গান,
মহান খোদার দরবারে তোমার
মিনতির জয়গান।
শাসন - শোষণ , জেল - জরিমানা, হুকুম - নির্যাতনে
কারাগার তোমায় পারেনি বাঁধতে,
পরজীবীর রোষানলে ।।
অগ্নিঝরা প্রতিবাদ তোমার, তুমুল মিছিলের ভিড়ে
আপামর বাঙালি দাঁড়িয়েছিল
সোনার বাংলার পতাকাতলে।
প্রবাদ পুরুষ, তুমি বাংলা মায়ের এমন সন্তান
বাঙালি যাঁকে ভুলবেনা কখনও
স্থিতপ্রজ্ঞ, যুবাপুরুষ, চিরঞ্জীব,
জাতির জনক, শেখ মুজিবুর রহমান।