নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার লুটিয়া গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । এ সময় দুই জনকে আটক করা হয় । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হুমায়ুন কবিরের মালিকানাধীন মাইগ্রাম মৌজার জমি থেকে পাশ্ববর্তী লুটিয়া গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে টিটু শেখের নেতৃত্বে ৭/৮ জন দুর্বৃত্ত ১৫টি মেহগিনি গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় গত শনিবার বিকালে হুমায়ুন কবির বাদী হয়ে টিটুসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন ।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ গত রোববার রাতে লুটিয়া গ্রামে আসামী টিটুসহ ফিরোজ শেখ,হাসমত শেখ, মিজান শেখের বাড়ীতে অভিযান চালিয়ে ২টি ঢাল, ১২ টি সড়কি, ২টি রামদা, ৪টি কোচ, ছোরা, হাতুড়ি উদ্ধার করে ।

এ সময় হারুন শেখের ছেলে খায়রুল ইসলাম পলাশ ও জুলহাস মোল্যার ছেলে নূর আলমকে আটক করে। অন্য আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ওসি (তদন্ত) ফিরোজ উদ্দীন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

(আরএম/এসপি/জুন ২৯, ২০২০)