গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা জন্য পটুয়াখালী (৩) আসনের মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদার আর্থিক সহায়তা এবং উপজেলা পরিষদ এর যৌথ ব্যবস্থাপনায় গলাচিপা উপজেলার বিভিন্ন হাটবাজার, ফেরীঘাট, পরিবহণ স্ট্যান্ড পয়েন্টে ৫ হাজার মাক্স জনসাধারণের মাঝে সোমবার সকালে হরিদেবপুর বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্ প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নিবার্হী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি সন্তোষ কুমার দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এর উপস্থিতিতে জনসাধারণের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বিশ্বের এই করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি উপস্থিত জনসাধারণকে মাক্স ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা মেনে নিরাপদে থাকার আহ্বান জানান। পরে গলাচিপা পৌরসভার বিভিন্ন পয়েন্টে, উপজেলা আ’লীগের নেতা কর্মীদের উপস্থিতে মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আ’লীগের সহ সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার মো. শাহআলম সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

(এসডি/এসপি/জুন ২৯, ২০২০)