খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের বটতলী এলাকায় চাঁদা না দেয়ায় মো. জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবকের বাম কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক একই এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বটতলী এলাকায় ৮-১০ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত জাহাঙ্গীরের বাড়িতে ঢুকে তাকে বাইরে নিয়ে আসে। এরপর বাড়ির সামনেই ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে কুপিয়ে আহত করে দুর্বত্তরা পালিয়ে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাঙ্গীরের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


জাহাঙ্গীরের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, দাবিকৃত চাঁদা না দেয়ায় ইউপিডিএফের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় জাহাঙ্গীরের ভাই নূরে আলম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

(ওএস/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)