স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাজি সামাদ মন্ডল নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে। গত ২৯ জুন করোনার উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হন তিনি। 

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নুরুন-নবী জানান, আগের রাতে (মঙ্গলবার) মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছিলেন তিনি। করোনা ছাড়াও তাঁর হাঁপানি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে এই একজনসহ জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে এবং বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা (মঙ্গলবার পর্যন্ত) দাঁড়িয়েছে ৯৩৬ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৩৪ জন।

(এমএস/এসপি/জুলাই ০১, ২০২০)