স্টাফ রিপোর্টার : করোনা রোগীদের চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ চিকিৎসাধীন অবস্থায় ২১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) হাসপাতালটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২ এপ্রিল থেকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে এবং পরবর্তীতে ১৬ মে থেকে ঢামেক-২ হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হয়।

হাসপাতাল পরিচালক জানান, এ পর্যন্ত হাসপাতালে মোট ৩ হাজার ৯০৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৩২ জন এবং মহিলা এক হাজার ৪৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৫৮০ জন। এ পর্যন্ত করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত ২১০ জন রোগীর মৃত্যু হয়।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭৭৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৯৮ জনে।

(ওএস/এসপি/জুলাই ০১, ২০২০)