জামালপুর প্রতিনিধি : জামালপুরের দুই উপজেলায় বন্যার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ইসলামপুরে পানিতে পড়ে সহোদর ভাই-বোন ও মেলান্দহ উপজেলায় ৪ বছরের এক শিশু মারা যায়।

বুধবার (১ জুলাই) বিকেলে ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ি গ্রামের আনু মিয়ার দুই ছেলেমেয়ে আল-আমিন (৭) ও আল্পনা আক্তার (৬) বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মারা গেছে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খায়রুল আলম জানান, ইসলামপুরের হাড়িয়াবাড়ি গ্রামের আনু মিয়া ছেলে-মেয়ে বুধবার সকালে তাদের মামাতো ভাই বেলালের সাথে বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এ সময় সহোদর আল-আমিন ও আল্পনা আক্তার বন্যার পানির স্রোতে ভেসে যায়।

পরিবারের লোকজন শিশু দুইটিকে সারাদিন খোঁজাখুঁজি করেও না পেলে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে।

পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে জেলার মেলান্দহে একইদিন পানিতে পড়ে শর্মিলা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ঘোষেরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলতে যায়। এসময় সে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

(আরআর/এসপি/জুলাই ০১, ২০২০)