বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ী ও চিলা মোবইল টহল ফাঁড়ীর যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংশ, ৪টি হরিণের পা ও একপি মাথা উদ্ধার করেছে। এসময়ে বনরক্ষক্ষীরা একটি নৌকা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করেছে। এসময়ে পালিয়ে গেছে ৩ চোরাশিকারী।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ী ও চিলা মোবইল টহল ফাঁড়ীর যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা দ্রুত সেখানে পৌছায়।

এ সময়ে চোরাশিকারীরা নৌকা ফেলে লোকালয়ে পালিয়ে যায়। নৌকায় তল্লাশী চালিয়ে ১৫ কেজি হরিণের মাংশ, ৪টি হরিণের পা, একপি মাথা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় চোরাশিকারীদের ব্যবহৃত নৌকা।

এ ঘটনায় মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাস নামে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকার পালিয়ে যাওয়া তিন চোরাশিকারীর নামে মামলা করেছে সুন্দরবন বিভাগ।

(এসএকে/এসপি/জুলাই ০৪, ২০২০)