স্টাফ রিপোর্টার : ৪৬ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার কল্যাণ গ্রুপের কর্মকর্তা আব্দুল বাসেদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (৪ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সিআইডি পুলিশ। ঘটনার মূল রহস্য উদঘটানের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত জুন মাসের শুরুর দিকে ৪৬ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে তেজগাঁও থানায় একটি মামলা হয়। মামলা নং- ২০ (৬) ২০। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করে। এরপর সিআইডির কাছে হস্তান্তর হয়। মামলা দায়েরের পর আব্দুল বাসেদকে গ্রফতার করে পুলিশ।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০২০)